হাঁটি হাঁটি পা পা করে দুইটি বছর পার হয়ে গেল ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের। মনে হয় এইতো সেদিনের কথা। অনেক উচ্চাশা আর আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে যে প্রতিষ্ঠান আমরা গড়তে চেয়েছি তা দুই বছরে শত ছাত্র-ছাত্রীদের কলকাকলীতে ভরপুর। অসংখ্য অভিভাবকের আশা আকাঙ্খা, সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের স্বপ্নগাঁথা নিবিড় পরিচর্যায় ছোট ছোট চারা গাছে আজ ফুল ফুটতে শুরু করেছে। এভাবেই একদিন আমাদের প্রিয় মাতৃভূমির সেবায় নিজেদের বিলিয়ে দিবে এক সময়ের কচি হাতগুলো। আর তখনই স্বার্থক হবে আমাদের শ্রম, পূরণ হবে আমাদের স্বপ্ন।